কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় কলারোয়া মুক্ত দিবস পালিত
হয়েছে। ৬ (ডিসেম্বর) সোমবার কলারোয়া মুক্ত দিবসের সকালে কলারোয়া
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ‘মুক্তিযোদ্ধা জনতা-গড়ে তোলো একতা’- এই শ্লোগানকে
সামনে রেখে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপক্ষো করে বিজয় র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুত্তিযোদ্ধা সংসদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের স্মরনে
নীরবতা শেষে মুক্ত দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের
হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি
হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,
যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর
মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা
আনোয়ার হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ,
সাংবাদিক ও সুধিবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস।
Leave a Reply