লিয়ন ইসলাম
তিতুমীর কলেজ প্রতিনিধিঃ
সতিকসাসের সভাপতি শামিম হােসেন শিশির ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ যৌথ বিবৃতিতে যবিপ্রবিসাসের নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) বরাবরই প্রশংসনীয় কাজ করে আসছে। সংগঠনটির নতুন কমিটি সামনের দিনগুলােতে আরও সক্রিয় হবে। ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করি।
যবিপ্রবিসাসের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মােসাব্বির হােসাইন এবং সাধারণ সম্পাদক পদে
নির্বাচিত হয়েছেন খােলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হােসাইন।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ – সভাপতি জহুরুল ইসলাম (আমাদের নতুন সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক ওয়াশিম আকরাম (সময় টিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত (বিজনেস বাংলাদেশ), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এটিএম মাহফুজ (ক্যাম্পাস লাইভ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জোবায়ের হাসান (দেশ সংবাদ), কার্যনির্বাহী সদস্য হিসাবে রাসেদুর রহমান, রুহুল আমিন ও ফরিদ হাসান নির্বাচিত হয়েছেন।
Leave a Reply