যশোর জেলা প্রতিনিধিঃ এস এস সি ২০০০ ব্যাচ বৃহত্তর যশোরের বন্ধুদের সংগঠন।
যশোর এক্সপ্রেস -২০০০ এর আয়োজনে
বন্ধু রাসেলের কন্যা ইভার রুহের মাগফেরাত কামনা ও বন্ধু হালিমা এর সুস্থতা এবং জনি ও মিলনের মায়ের সুস্থতা কামনায়
অদ্য ৩১ মে রোজ শুক্রবার বাদ আছর যশোর অন্ধ মাদ্রাসা ও এতিমখানা , জেল রোড, যশোর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত দোয়া মাহফিলে ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রয়াত সকল বন্ধুদের রুহের মাগফেরাত কামনা ও বন্ধুদের এবং বন্ধুদের মা,বাবা পরিবারের সুস্থতা কামনা করা হয়। এই দোয়া মাহফিলে অন্ধ এতিম বাচ্চাদের সাথে শরিক ছিলেন যশোর এক্সপ্রেস -২০০০ এর সদস্য বন্ধু ফাহাদ ইকবাল পিয়াল, গাজী হাসিবুল হাসান, মামুন রনী,এ জামান আসাদ, নাসিম উদ্দিন খান, আলমগীর হোসেন, হাফিজুর রহমান সহ প্রমূখ।। সাথে সাথে দুর থেকে অসংখ্য বন্ধুবর যোগাযোগ রেখেছেন।।
Leave a Reply