মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধিঃ
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সবসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস, অনুপ্রেরণা ও শক্তি ছিলেন। বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে তিনি তাকে পরামর্শ ও সহযোগিতা করেছেন। মহীয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে বক্তরা বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত আবারো তাদের অপতৎপরতা জোরদার করছে। বিভিন্ন আন্দোলন কর্মসূচির নামে আবারও রাজপথে আগুন সন্ত্রান করার পায়তারা করছে। নিজেদের কর্মসূচিতে নিজেরা ফ্যাসাদে জড়িতে তারা সরকারের নামে মিথ্যা গুজব তথ্য ছড়াচ্ছে। তাদের সকল অপকৌশল কোনো রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ থেকে যশোরের আওয়ামী লীগ এদের প্রতিহত করবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং রাজপথেই দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।বর্তমানে ডিজেল-সারের দাম নিয়ে বিএনপি জামায়াতের গুজব বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছে দাবি করেন আওয়ামী লীগনেতারা বলেন,ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সারাদেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। তাদের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বা বিভিন্ন দেশে জ্বালানি তেল বা সারের দাম বৃদ্ধি পেয়েছে। সেই দাম সম্বানিত রেখেই সরকার এসব পণ্যের দাম বেড়েছে। আগামি এক মাসের মধ্যে দেশ শেখ হাসিনার হাত ধরে সকল পণ্যের দাম ও সকল অস্থিতিশীল দূর হবে। আপনারা শেখ হাসিনার উপর ভরসা করেন। শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখে পড়েও দমে যায়নি। শেখ হাসিনার হাত ধরে দেশে আমূল পরিবর্তন হয়েছে। তার হাত ধরে দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে।পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদের স লনায় এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বাদল, সদর উপজেলা আওয়ামী লীগনেতা কাজী জাহাঙ্গির আলম লিপু, পৌর আওয়ামী লীগনেতা গোলাম রব্বানী, রবি মোলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, দপ্তর সম্পাদক ফারহীন রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন আলা, আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহীন, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম কবির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, কোষাধ্যক্ষ হাজী হাসান, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, সদস্য শেখ সাদেক আলী, ইমাম হাসান বাবলু, নওয়াব আলী, মফিজুর রহমান মধু, সিরাজুল ইসলাম সিরাজ, আলী হোসেন, গোলাম রব্বানী, ফিরোজ শেখ, নামুল, রবি মোলা, তৌফিকুর রহমান সুমন, নওয়াব আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দরী বেগম, আওয়ামী লীগনেত্রী পাপিয়া আক্তার, নিলুফা ইয়াসমিন, শাপলা সিকদার,রুবাইয়া রুবিসহ সদর ও পৌর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচলা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply