মোঃ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা এলাকা থেকে ২শ’ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।বৃহস্পতিবার রাতে ডিবি যশোরের এসআই রইচ আহমেদ এবং এএসআই শফিউল ইসলামের সমন্বয়ে অভয়নগর থানা এলাকার পঁচা মাগুরা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার পুরাটাল গ্রামের জাহাতাব মোল্যার ছেলে শরিফুল ইসলাম (৩৭) পঁচা মাগুরার দেলোয়ার হোসেনের ছেলে ইলিয়াস হোসেন (২৮) এবং ঢাকা জেলার সাভার থানার বলিয়ার পুরের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৮),আটককৃত পঁচা মাগুরার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আগেই আরও ৩টা মাদক মামলা রয়েছে বলে জানা যায়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য ৬০,০০০ টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply