জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১টি সফল অভিযানে ১৮ বোতল ফেনসিডিল ও ০১ টি মোটরসাইকেল উদ্ধার সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-১।
মঙ্গলবার (২৪ আগস্ট ২০২১ খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান, এসআই লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১২:৩০ ঘটিকায় যশোর বেনাপোল পোর্ট থানাধীন খলশী মাঠপাড়া গ্রামস্থ জনৈক ওয়াজেদ আলীর বাড়ির সামনে ইটের রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ মোরশেদ আলী (৩২), পিতা-আব্দুস সামাদ, সাং-খলশী মাঠপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১৮ (আঠার) বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ২,০৪,০০০/= টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসু বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply