যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের ডিবি পুলিশের অভিযানে ১১০ বোতল ফেনসিডিল ও মটর সাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মাদক ব্যবসায়ীরা হলেন শাশার ও কলারোয়ার।
ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর মফিজ এর বসতবাড়ীর সামনে ঝিকরগাছা টু যশোর মহাসড়কের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ মনিরুল ইসলাম (৪৮), পিতামৃত- অজেদ আলী মন্ডল, সাং- ধান্যতারা, থানা- শাশা, জেলা- যশোর, (২) মোঃ সুমন পিতা (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- বয়ারডাঙ্গা, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে ১১০ (একশত দশ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্লাটিনা মোটরসাইকেল সহ আটক করে ডিবি পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২০,০০০/= (দুই লক্ষ বিশ হাজার)টাকা। যশোর জেলা ডিবি পুলিশ হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের সাথে কোন রকম আপোষ নাই। এই অভিযান চলমান থাকবে জনসাধারণ কে সহযোগিতা করার জন্য আহবান করে।
Leave a Reply