চাইনা আমি আমারই জন্যে মন্দ বলুক লোকে।
যা পাখি যা উড়িয়ে দিলাম তোকে…!!
উড়ে গিয়ে বাঁধবি বাসা অন্য কারো বনে।
পথে পথে ঘুরবো আমি দুঃখ নিয়ে মনে…!!
রাখবোনা আর দৃষ্টি আমার তোর মায়াবী চোখে।
যা পাখি যা উড়িয়ে দিলাম তোকে…!!
এ পারে নয় পূর্ণ হলো আমার মনের আশা।
ও পারেতে পাবো ফিরে না পাওয়া ভালোবাসা!!
বুকটা শুধু শুন্য লাগে প্রেম হারানো শোকে..!!
যা পাখি যা উড়িয়ে দিলাম তোকে…..!!!
Leave a Reply