লিয়ন ইসলাম
তিতুমীর কলেজ প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। ঘটনা সু্ত্রে জানা গেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রীনা বেগম (৩২) নামের এক গৃহ বধূকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল।ইব্রাহিম ও আহসান নামের দুই সহদর এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বৃষ্টির পানি ঘরে পরাকে কেন্দ্র করে রীনা বেগমের ওপর হামলা করে ওই দুই সহদর।কোন উপায় না পেয়ে রিনা বেগম ঐ দুই সহোদরের নামে লিখিত অভিযোগ দেয় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে। অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ ৭ নং ওয়ার্ড গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসান নামের দুই সহদরকে সালিশ করার কথা বলে পুলিশ সদস্য পাঠিয়ে ডেকে নেওয়া হয় পুলিশ তদন্ত কেন্দ্রে।এরপর ইনচার্জ মমিনুল ইসলাম তাদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে ডাকাতি ও গরু চুরি মামলার হুমকি দেয়। এ বিষয়টি ঘটনার দিন পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন বলে জানান ভুক্তভোগীরা। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে এসআই মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনস্ নেওয়া হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ফাঁড়িতে (তদন্ত কেন্দ্রে) একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সাথে তার (এসআই মমিনুল ইসলাম) একটু ঝামেলা হয়েছে, ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনস্ নেওয়া হয়েছে।
Leave a Reply