মোঃ রাসেল সরকার//
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ছিনতাইকারীরা হলেন: নোয়খালীর সেনবাগ থানার আবু তাহেরের ছেলে মো. রুবেল, দিনাজপুরের বীরগঞ্জ থানার মো. রনির ছেলে মো. সোহাগ, নারায়ণগঞ্জের ফতুল্লার মো. ফারুকের ছেলে মো. মানিক, নরসিংদীর পলাশ থানার মিন্টু মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম, ঢাকার কেরাণীগঞ্জের সাহেদ আলী মিয়ার ছেলে মো, সুমন মিয়া, পটুয়াখালীর কলাপাড়া থানার রফিক বিশ্বাসের ছেলে মো. রাজু বিশ্বাস, নওগাঁর বদলগাছী থানার পরিমল চন্দ্র শীলের ছেলে দুলাল চন্দ্র শীল, ময়মনসিংহে গৌরীপুরের মিয়া হোসেনের ছেলে মো. আসাদুল্লাহ, মাদারীপুরের শিবচর থানার মো. আব্দুল সালামের ছেলে মো. শাহাদাৎে হোসেন, ঢাকার কেরাণীগঞ্জের মো. রফিক মিয়ার ছেলে পান্না, বরিশালের কোতয়ালীর দুলাল হাওলাদারের ছেলে মেহেদি হাসান, মাদারীপুরের কালকিনি থানার আব্দুল লতিফের ছেলে মো. শাকিল, বগুড়ার সারিয়াকান্দির মো. আশরাফের ছেলে মো. আসাদুল, রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার মো. বাদল মোল্ল্যার ছেলে রনি তালুকদার, টাঙ্গাইলের ধনবাড়ির শেমর আলীর ছেলে মো. হাফিজুল ইসলাম, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রবিউল বাচ্চার ছেলে মো. রাসেল, পটুয়াখালীর রাঙ্গাবালির মো. শাহজাহানের ছেলে মো. হৃদয় নিরব, ফরিদপুরের নগরকান্দার মো. শেখ হবির ছেলে মো. শেখ মিলন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মো. অহিদ মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম, পিরোজপুরের সরূপকাঠি থানার হাবিবুর রহমানের ছেলে জুয়েল হাওলাদার, লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওবায়দুল হকের ছেলে মো. মুন্না, রাজশাহীর নবাবগঞ্জ থানার নুরুল হকের ছেলে মো. মাসুদ, রাজধানীর যাত্রাবাড়ীর মো. বাবুর ছেলে মো. ফাহিম, ভোলার দনিয়ার আব্দুল মোতাবেলের ছেলে আব্দুল কাদের, মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ছালাম ঢালীর ছেলে মো. আশরাফ, একই থানার মো. মতিনের ছেলে মো. মিলন, রাজবাড়ীর সদরের মো. মহির উদ্দিনের ছেলে মো. রিয়াজ, বরগুনা সদরের গৌরাঙ্গ অধিকারীর ছেলে গৌতম অধিকারী, একই এলাকার আকবর আলীর ছেলে জুয়েল হোসেন, মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইউসুফ ভূইয়ার ছেলে মো. জাবেদ এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মো. সোহাগের ছেলে মো. রবিউল।
আটককালে আসামিদের কাছ থেকে ৩টি এন্টিকাটার, ১৪টি ব্লেড, ২টি ছুরি, ৪টি সুইস গিয়ার, ১টি ক্ষুর, ১টি কাঁচি, ৬টি ব্যাটারি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৭৩ টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব-৩-এর অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন গলিতে ওত পেতে থাকত এবং সহজ-সরল পথচারীদের টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিত। সাধারণত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় এসব ছিনতাইকারী আরও বেপরোয়া হয়ে ওঠে। ছিনতাইকাজে বাধা দিলে প্রাণঘাতী আঘাত করতেও দ্বিধা করত না তারা।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply