মোঃ রাসেল সরকার//
রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিক্সাচালক শামসুল (২৪) ও তিন চাকার ভ্যানচালক সাইফুল (৩৫) দুইজন আহত হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরের দিকে সাদ্দাম মার্কেট বাসস্ট্যান্ড মেন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে আহতদের মোরসালিন নামে এক পথচারী উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অবস্থা গুরুতর।
মোরসালিন জানান, সাদ্দাম মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় একটি বড় লড়ি ও ডিস্ট্রিক বাসের সংঘর্ষের ঘটনায় রাস্তায় থাকা অটোরিকশাচালক ও তিন চাকার ভ্যানচালক গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply