মোঃ রাসেল সরকার//
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ ইমন হোসেন সুমন (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, চার লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১০৪ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ ইমনকে আটক করা হয়েছে।
আটক সুমন একজন পেশাদার মাদকবিক্রেতা।তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল,গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply