রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা আড়ানি পৌরসভা মেয়র জনাব মুক্তার হোসেনের বাসা থেকে উদ্ধারকৃত টাকা, মাদক, অস্ত্র উদ্ধার। উদ্ধার কৃত টাকা,চেক, মাদক, অস্ত্র থানা পুলিশ জব্দ করে। এলাকার সাধারণ মানুষের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন এরা যদি জনসেবার নামে এসব করে তাহলে তাদের দিয়া কি আশা করা যায়। এই সমস্ত জনপ্রতিনিধিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন এলাকা বাসি। আরোও বলে এই সমস্ত চোর বাট পার যতদিন ভালো না হবে, আমাদেন দেশ উন্নত হবে না।
Leave a Reply