মাসুদ রানা,রাজারহাট(কুুড়িগ্রাম)প্রতিনিধি :
রাজারহাটে দুই চেয়ারম্যান প্রাথী সমর্থকদের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা
আশংকা জনক।
জানা গেছে,বুধবার বিকেলে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রাথর্ীর মোটর সাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে
সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় নৌকা প্রতীক সমর্থকরা মোটর সাইকেল সমর্থক সাইদুর রহমান (৪২) নামে একজনকে আটক করে। পরে পুলিশ তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করে। সংঘর্ষে নৌকা সমর্থক আজাদ
(৪০) মিলন (৪৫) আব্দুল মান্নান (৪২) আবুল হোসেন (৫০) সহ উভয় পক্ষের ১০ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে আজাদ,মিলন ও আব্দুল মান্নানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তির পর তাদের অবস্থার অবনতি ঘটায় পরে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রাথর্ী তাইজুল ইসলাম বলেন,মোটর সাইকেল প্রতীকের সমর্থিত শতাধিক ব্যক্তি রামদা সহ অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে এসে আমার নিরীহ কমর্ীদের উপর হামলা করেছে,আমি থানায় মামলার প্রস্ততি
নিচ্ছি।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,কোন পক্ষেই অভিযোগ করেনি,অভিযোগ পেলে মামলা করা হবে।
Leave a Reply