মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:-প্রাণঘাতি করোনার ভয়াবহ এ মুহূর্তে সরকারি-বেসরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে রোগী মারা যাচ্ছে। ঠিক সেই সময় লক্ষ্মীপুরে ফোন পেলেই বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন উত্তর হামছাদী যুব সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
উত্তর হামছাদী যুব সংগঠন এর এমন উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে মানুষের মধ্যে। সেচ্ছাসেবীরা বেশ কয়েকজন করোনা পজেটিভ রোগীকে অক্সিজেন সেবা দেয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন।
উত্তর হামছাদী যুব সংগঠনের মাধ্যমে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, ফ্রি করোনা ভ্যাকসিনের টিকার রেজিস্ট্রেশন করানো, ফ্রি মাস্ক বিতরণ, ফ্রি চিকিৎসা সহায়তা কার্যক্রমসহ একটি ফ্রি টেলি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়। চরম অক্সিজেন সংকটের সময় এ সেচ্ছাসেবী সংগঠনটি সবার প্রশংসা কুড়িয়েছে।
এ কর্মসূচির উদ্যোক্তা উত্তর হামছাদী যুব সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাকছুদুর রহমান বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে এ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছি।
জরুরি অক্সিজেন সেবা কার্যক্রমে ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টি ন্যাজাল ক্যানোলা রয়েছে। পরে এসব উপকরণ আরও বৃদ্ধি করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা অক্সিজেন সংকটে না ভোগেন। এ সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ জনের একটি স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে।
Leave a Reply