মোজাম্মেল হক লিটন, স্টাফ রিপোর্টারঃ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কচুয়ায় গণসংযোগ কালে প্রার্থী সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ গোলাম সারোয়ার জুয়েলের উপর আরেক প্রার্থী ইলিয়াস মেম্বারের উপস্থিতিতে তার ছেলে সালা উদ্দিন প্রকাশ সালু সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলার অভিযোগে থানায় মামলা। সরজমিনে গিয়ে জানা যায়, রামগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন আগামী ২০ জানুয়ারি ২০২২ ইং, এতে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ গোলাম সারোয়ার জুয়েল প্রার্থী হয়। পরে গত বুধবার মাগরিবের নামাজের পর কচুয়া বাজারে গনসংযোগ কালে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলীপুর দক্ষিণ আঠিয়া বাড়ির ইলিয়াস মেম্বারের ছেলে সালা উদ্দিন প্রকাশ সালু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাবার উপস্থিতিতে সাংবাদিকের উপর আক্রমণ করে, আক্রমণের এক পর্যায়ে তাকে হুমকি দিয়ে বলে তুই নির্বাচন করলে তোকে গুলি করে মেরে ফেলবো, তুই আর কচুয়া বাজার উঠলে বা তোকে কচুয়া বাজারের আশেপাশে দেখলে তোর হাত পা ভেঙে দিবো। পরে লোকজন বাধা দিতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে। সাথে সাথে সাংবাদিক জুয়েল ইলিয়াস মেম্বারকে বলে আপনার সামনে আপনার ছেলে যে এইভাবে আমার উপর আক্রমণ করলো আপনিতো কিছু বললেন না,প্রতি উত্তরে ইলিয়াস মেম্বার বলে তুই যা করার কর,আমি গত এক বছর ছেলের সাথে কথা বলি না।পরবর্তীতে সাংবাদিক জুয়েল এলাকাবাসী ও নেতৃবৃন্দের সাথে আলাপ করে রামগঞ্জ থানায় মামলা করে। জানা যায়, কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই নির্বাচনের আগে সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল কে অভিভাবক তালিকা থেকে বাদ দিয়ে একটি অনির্বাচিত সিলেকশন কমিটি ঘোষণা করা হয়, এতে সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল বিভিন্ন জায়গায় অভিযোগ করে প্রশাসনের সহযোগিতায় উক্ত কমিটি বিলুপ্ত করে পুনরায় ভোট দিতে বাদ্য করে, তারই ধারাবাহিকতায় ইলিয়াস মেম্বারের ছেলে সালু তার উপর এই হামলা করে। আরো জানা যায়, ভোট নিয়ে কথা উঠার মাঝেই সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েলের মোটরসাইকেল চুরি হয়েছে, পরে রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উক্ত মোটরসাইকেল টি আলীপুর দক্ষিণ আঠিয়া বাড়ি থেকে উদ্ধার করা হয়। রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এইদিকে এমন অরাজকতা বন্ধে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে।
Leave a Reply