মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আলেকজান্ডার বাজারের সরকারি পুকুর পাড়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তার এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মুদি, ফার্মেসি, লন্ডি, ইলিকট্রিক, চা দোকানসহ ১০ দোকানের মালামালসহ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনে দোকানঘর, মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। কিভাবে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। আগুন নেভানোর আগেই সব পুড়ে যায়। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মোমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।ক্ষতির পরিমাণ নির্ণয় করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে নির্দেশনা পেলে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply