রামু প্রতিনিধিঃ
রামুতে জমি জবর-দখলকারী চক্রের হামলায় জমির মালিকসহ ৬ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় রামুর ইউনিয়নের কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়া পাড়া এলাকায় গোলালাই পাড়াস্থ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় মোঃ হোছেন ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু বেদারুল আলমে নির্দেশে কচ্ছপিয়া মুড়া পাড়া এলাকায় ডাকাত সাহাব উদ্দীনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ভূমিগ্রাসী চক্র জমি জবর-দখলে ব্যর্থ হয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান হামলাকার শিকার ব্যক্তিরা।
এসময় ডাকাত শাহাব উদ্দীনে নেতৃত্বে প্রায় ৩০ জন সন্ত্রাসীরা এসে তাদের উপর অস্ত্র, লোহার রড, দা, লাটি-সোটা নিয়ে আকস্মিকভাবে হামলা শুরু করে বলে জানান স্থানীয়রা।
হামলায় আহতরা হলেন-অলি আহম্মদের ছেলে মোঃ কাসেম (৩৫) মেয়ে রহিমা বেগম (৩২) শাহ আলম (প্রকাশ) সাহাব মিয়া মেয়ে আয়েশা ছিদ্দিকা (৩০) মেয়ে জামাই মোঃ ফারুক (২৫) মাহামুদা বেগম (৭০) মোক্তার আহম্মদ স্ত্রী আয়েশা বেগম (৭৫)শাহ আলম এর ছোট বোন মাবিয়া খাতুন (৪৫) বলে জানা গেছে।
হামলার শিকার মোঃকাসেম জানান,জমি টা আমাদের পৈত্তিক সম্পতি। দীর্ঘ দিন ধরে বেদারুল আলম বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করতে আসতেছে।
মাবিয়া খাতুন ও আয়েশা ছিদ্দিকা আরো জানান,পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তারা সবাই বাড়িতে এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা পরিবারে কোন পুরুষ বাড়িতে না থাকার কারণে এক দল সন্ত্রাসী আসে আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে অনেক জনকে আহত হয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আছে।
এই বিষয়ে অভিযুক্তকারী সাহাব উদ্দীন সাথে মোটেফোনে যোগাযোগ করলে তিনি বলেন, প্রথমে তিনি অস্বীকার করে ফোন কেটে দেন। পরে আবার আমি ঘটনার সম্পর্কে কিছু জানিনা বলেন।
খবর পেয়ে তাৎক্ষিণক ভাবে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজেম্মল হকের নির্দেশে এস আই নুরুন নবী টিপু সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply