ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনকে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস রুহিয়া স্টেশনে যাত্রাবিরতিকালে তিনি এই ঘোষণা দেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় একতা এক্সপ্রেস ট্রেনে রুহিয়া স্টেশন পৌঁছেন রেলমন্ত্রী। এ সময় তাকে রুহিয়া থানা আওয়ামী লীগসহ বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঐতিহ্যবাহী রুহিয়া রেলস্টেশনকে আধুনিকায়ন, স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ, ডবল প্লাটফর্ম নির্মাণ, ওভারব্রিজ নির্মাণ, রুহিয়া স্টেশন থেকে যাত্রীদের আসন সংখ্যা বৃদ্ধি, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি ও দোলনচাঁপা ট্রেন চালুর দাবি জানিয়ে মন্ত্রীর কাছে স্মারকলিপি দেন স্থানীয় নেতারা।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি ছাড়া সকল দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। পরে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপির খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. সাইফুল্লাহ, রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাসিম, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা প্রমুখ।
Leave a Reply