মোঃ শেখ শহীদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টার
খুলনা জেলার রূপসা উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং বারবার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য মোঃ আসাবুর মোড়ল তার নির্বাচনী মনোনয়ন ফরম জমা । ১৬ অক্টোবর বেলা ১১টার সময় রূপসা উপজেলা নির্বাচন অফিসে তিনি এ মনোনয়ন ফরম জমা প্রদান করেন। এছাড়াও তিনি এ সময় গনসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ শাহাজান শেখ,অহেদ মৌলভী, সিদ্দিক, ইব্রাহিম, ইসলাম, আমির মোল্লা,রবিউল ইসলাম, সুজা শেখ, শেখ শহীদুল্লাহ্ আল আজাদ,হাফিজ মোড়ল,মাসুদ শেখ,মনি শেখ, আবুল বাশার, আরাফাত মোড়ল,বাচ্চু শেখ, যোবায়ের শেখ,হাফিজুর শেখ,মোঃহাসান শেখ,গোবিন্দ দত্ত,মজিবর শেখ, হাসানুর রশীদ, খলিলুর রহমান, ইমরান মোল্লা, জুবায়ের, ওলিয়ার, হযরত আলী স্যার, রাজা প্রমূখ।
Leave a Reply