মোঃ শেখ শহিদুল্লাহ আল আজাদ
খুলনা জেলার রূপসার ৩নং নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকার ১ম শ্রেণী পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
তার পিতার নাম মোঃ টটুল শেখ ও মাতা আমেনা বেগম
ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে ধর্ষকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রূপসা থানা মামলা নং-১৫-তাং-১৪/০৯/২০২১। থানা থেকে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করা হয়।
এদিকে খুলনার রূপসায় অবস্থিত জনপ্রিয় সামাজিক সংগঠন “ড্রীমলাইট” এর নেতৃবৃন্দরা
ধর্ষক মূসা সরদার এর দ্রুত বিচারের দাবিতে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, নোংরা মনের অধিকারী লম্পট বখাটে ধর্ষকের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতি প্রদান কারিরা হলেন ,
ড্রীমলাইট এর প্রতিষ্ঠাতা এফ এম বুরহান, ড্রীমলাইট এর উপদেষ্টা শেখ শহিদুল ইসলাম, উপদেষ্টা মিসেস নাসরিন আক্তার, ড্রীমলাইট এর সদস্য মোঃ আব্দুল কাদের, মোঃ আকাইদ, মোঃ রাকিবুল ইসলাম, সবুজ হাসান আশিক, তানভীর আলম স্বপন, ফামিম খান, মোছাঃ টুম্পা, শেখ শহিদুল্লাহ আল আজাদ, টুলু মিত্র, তামিম ফকির, ইমাম হোসেন প্রমুখ।
Leave a Reply