আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।
মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২১/০৭/২০২২ তারিখে ভূমিহীনদের মাঝে ৩য় পর্যায়ে ২য় ধাপের সমগ্র দেশব্যাপী আরও ২৬ হাজার ২ শত ২৯ টি পরিবার নতুন ঘর পাচ্ছে। এর মধ্য রূপসায় ৪২ টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঘর উপহার দেওয়ার এ কার্যক্রম উদ্বোধন করবেন। সেই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
অসহায় এসব পরিবারকে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়া হবে। এ সকল ঘরের প্রতিটি নির্মাণ ব্যয় হচ্ছে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা। গত ১৯ জুলাই বিকাল ৩টায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং য়ে এসব তথ্য জানান ।
তিনি জানান, আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলা রূপসায় প্রথম পর্যায়ে ৭২টি, দ্বিতীয় পর্যায়ে ২১৫টি ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১৪ টি, মোট ৩০১ টি পরিবার ইতোমধ্যে ২ শতক জমির সঙ্গে ঘর পেয়েছেন।
‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, একসঙ্গে এত মানুষকে বিনামূল্যে বাড়িঘর দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। সংবাদ সম্মেলনে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান ফরিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, রূপসা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ গোপাল সেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, প্রেসক্লাব রূপসার সভাপতি মোঃ শহিদ খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সাংবাদিক মোঃ বেনজীর হোসেন, খান আব্দুল জব্বার শিবলী, সেন চিত্ত, বিএম শহিদুল্লাহ, মনিরুজ্জামান মনি, আজিজুল ইসলাম, বাকির হোসেন বাকু প্রমুখ।
Leave a Reply