আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।
খুলনা জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় শোকদিবসের কর্মসূচি পালিত হবে। তবে আগামী ১৫ আগন্ট ও ২১ আগস্টের কর্মসূচি খুলনা জেলা আওয়ামী লীগের সাথে সম্মিলিতভাবে পালন করা হবে। আগস্ট মাসে প্রত্যেক উপজেলায় বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে। প্রত্যেক উপজেলা কৃষকলীগের কমিটিকে জাতীয় শোকদিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণে নির্দেশ প্রদান করা হলো।
এছাড়া গত ২৪ জুলাই রূপসা উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলর পরিপূর্ণ না হওয়ায়, অশোভনীয় আচরণ, বিশৃংঙ্খলা সৃষ্টি ও শিষ্টাচার বিবর্তিত কর্মকাণ্ড করায় নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান শেখকে দলীয় পরিচয় না দেওয়া এবং সাংগঠনিক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। সভাপতি আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত রয়েছে বলে এমনও মৌখিক অভিযোগ তোলেন সভায় উপস্থিত সদস্যগণ।
গত ২৪ জুলাই রূপসা উপজেলা কৃষকলীগের সম্মেলন সাংগঠনিক গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিল তালিকা প্রকাশ না করে সম্মেলন সম্পন্ন করায় ওই সম্মেলন গঠনতন্ত্র বিরোধী বলে বাতিল হবে অথবা কি পদ্ধতিতে নেতা নির্বাচিত হবেন, এ বিষয়টি কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে নিষ্পত্তি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক এর পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খান খোরশেদ আলম, এড. আনোয়ার হোসেন, এস এম জাহিদুল ইসলাম, এড. মনজিলুর রহমান, এমদাদুল হক সুমন, মোঃ হাতেম আলী, প্রকাশ কান্তি বিশ্বাস, ইঞ্জিনিয়ার রফিকুল আলম, আল মাহমুদ প্রিন্স, সাইফুল ইসলাম শিশির, অরিন্দম মল্লিক, শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, এসএম নাজমুল ইসলাম, শেখ আব্দুর রহমান, আসমা বেগম, জুলফিকার আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, আনিছুর রহমান মাসুম, খান মোশারফ হোসেন কুটি, শেখ জাহাবুর রহমান, খান আবু সাইদ, মোঃ মহসীন পাইক।
Leave a Reply