মেহেদী হাসান মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধি:-লক্ষ্মীপুর রায়পুর ২ আসনের এমপি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির মায়ের রুহের মাগফেরাত কামনা করে কাজির দিঘির পাড় বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি ও ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন ভূঁইয়ার উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও মিলাদের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ আগষ্ট) কাজির দিঘীর পাড় বাজার কেন্দ্রীয় মসজিদ সহ ১নং উত্তর হামছাদী ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় আব্দুল মতিন ভূঁইয়া বলেন,লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি’র মায়ের মৃত্যু তে আমরা গভীর ভাবে শোকাহত,এবং রুহের মাগফিরাত কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগের ও আওয়ামী লীগের নেতাকর্মীগন।
প্রসঙ্গত : গতকাল বৃহস্পতিবার ঢাকা আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালে জেলা আওয়ামী সাধারন সম্পাদক ও রায়পুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির মাতা মনোয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহের রাজিউন।
মৃত্যুর সময় উনার বয়স ছিল ৭৬ বছর। মৃত্যুকালে ৫ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগাহী রেখে গেছে।
Leave a Reply