মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে জেলা যুবলীগের সভপতি প্রাথী ও সাধারণ সম্পাদক প্রার্থীরা ব্যাপক শোডাউন করেছেন। আজ দুপুরের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেলার সীমানা থেকে ফুল দিয়ে বরণ করে নেন যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া।এ সময় প্রায় ৫ শত মোটরসাইকেল বহর প্রটোকল দিয়ে কেন্দ্রীয় নেতাদের বর্ধিত সভায় নিয়ে যান বায়েজীদ ভূঁইয়া।
আজ মঙ্গলবার সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে প্রায় চার বছর পর প্রথম জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভা হয়। সেখানে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী ও সহ-সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন রিগ্যানসহ দলের নেতারা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে দুপুরে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসার পূর্বনির্ধারিত কর্মসূচি। এজন্য অন্তত ১০ জন সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা প্রার্থিতা ঘোষণা করে নেতাদের শুভেচ্ছো জানিয়ে শহরে বিলবোর্ড, প্লেকার্ড, ব্যানার-ফেস্টুন করে।
Leave a Reply