মিঠু মুরাদ লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলা সহ ৫ উপজেলার ভূমি অফিস উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান ব্যবস্থাকে আধুনিকায়ন করার কার্যক্রম শুরু করেছে । আগামীতে বর্তমান প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে ডিজিটাল অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে বলে জানান, লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুবেল রানা। রুবেল রানা বলেন, এতে করে ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা প্রবাসীরা সেখান থেকেই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করতে পারবেন। এ লক্ষ্যে উপজেলার সব ইউনিয়নে মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য ডিজিটাল অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম শুরু করেছেন তার দপ্তর। ভুমি মালিকগন রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, পূর্ববর্তী দাখিলার কপি, প্রয়োজনে খতিয়ানের কপি, দলিল নিয়ে সংশ্লিষ্ট উপজেলা ভুমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়নে দায়িত্বরত মাঠ পর্যায়ের ডিজিটাল অনলাইন টিমের সাথে যোগাযোগ করে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য জমি মালিকদের আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি এলাকাভিত্তিক দফায় দফায় মাইকিং করে ডিজিটাল অনলাইনে অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানানো হচ্ছে। সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতাধীন ৭টি ভুমি অফিসের মাধ্যমে প্রায় ৩৬ হাজার কৃষকের নাম অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যার কার্যক্রম অব্যাহত রয়েছে। লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুবেল রানা আরও বলেন, সারাদেশের ন্যায় এজেলায় ভুমি মালিকের নাম ডিজিটালে অন্তর্ভুক্ত কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার ৫টি উপজেলার ২টি পৌরসভা ও ৪৬টি ইউনিয়নের আওতাধীন ভূমি অফিসসহ মাঠ পর্যায়ে অনলাইন টিম ফ্রি রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর একাজকে স্বাগত জানিয়ে ভুমি মালিকগণ।
Leave a Reply