মিঠু মুরাদ
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ২নংওয়াডে দোয়ানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যার পুলিশ ও এলাকা বাশী সুত্রে জানা গেছে ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে দোয়ানী এলাকায় নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।আব্দুল মালেক গড্ডিমারী ইউনিয়নের ২ নং ওয়াডের দোয়ানী নামক এলাকায় আব্দুল বারেকের ছেলে বলে জানা গেছে।
লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বিষয়টি নিশ্চিত করে
বলেন, আব্দুল মালেক বাড়ির সামনে একটু অন্ধকারে একা বসে ছিলেন। এ সময় পিছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ সোমবার জেলার মর্গে পাঠানো হবে রিপোর্ট পেলে বিষয়টি গুরুত সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।এছাড়াও হত্যাকাণ্ডের কারণ জানতে আব্দুল মালেকের পরিবারের সাথে কথা বলেছে পুলিশ। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply