মেহেদী হাসান মাছুম, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরের রায়পুরে লুধুয়া এম. এম, উচ্চ বিদ্যালয় ওল্ড স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেল ০৫ টায় লুধুয়া এম.এম, উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে ওল্ড স্টুডেন্ট ২০০০ ব্যাচ VS ২০১৭ সাল ব্যাচ মুখোমুখি হয়।
বিপুল দর্শকের সমাগমে দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে ২০০০ সালের ব্যাচ ১টি গোল দিয়ে ২০১৭ সালের ব্যাচ কে পরাজিত করে বিজয়ী হয় ।
আগামী ১৪ ই জুলাই বিকেল ৩ টায় লুধুয়া এম.এম, উচ্চ বিদ্যালয় মাঠে ২০০০ সাল ব্যাচ VS ২০১৫ সাল ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উত্তক খেলায় সকল দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক কমিটি।
Leave a Reply