এবিএস রনি, শার্শা থেকেঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। এদিকে সাধারণ জণগণের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন। অন্যদিকে বিএনপি ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে না।
নির্বাচন কমিশন থেকে দেওয়া তথ্য সূত্রে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ, উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে বলে জানা যায়। দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি ও তোড়জোড়ে আরও প্রাণ সঞ্চার হয়েছে। এদিকে নৌকা প্রতীক পেতে এরই মধ্যে মাঠে নেমেছে নেতাকর্মীরা। প্রচার বাড়াতে এলাকায় জনসংযোগ করছেন। ক্ষমতাশালী দলের নেতাদের মধ্যে রীতিমতো দলীয় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। মনোনয়ন বাগাতে বিভিন্ন তেৃবৃন্দের কাছে তদবির শুরু করেছেন আগ্রহী প্রার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা উর্ধ্বতন নেতাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে নিজ নিজ পক্ষে শক্তিশালী সমর্থক বলয় তৈরি করে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ব্যস্ত রয়েছেন। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে না পারলেও নানা অনুষ্ঠানে, খেলাধূলা, সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অনুদান দিয়ে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছেন।
আবার অনেকেই মনোনয়ন ক্রয় করতে মোটা অংকের টাকা জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা মনে করেন যে, মোটা অংকের টাকা দিয়ে মনোনয়ন ক্রয় করে নৌকার টিকেট বাগিয়ে নিতে পারলেই বিজয় সুনিশ্চিত। এমন ভাবনা থেকেই তারা টাকার জোগাড়ে ব্যস্ত হয়ে গেছেন।
তবে একটি নিরপেক্ষ ভোট পর্যবেক্ষণ সূত্র মতে, উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জেতার জন্য কেবল নৌকা প্রতীক নির্ভরতা যথেষ্ট নয়। প্রার্থীর ন্যুনতম গ্রহণ যোগ্যতা, অতীত কর্মকান্ড নিয়ে ব্যক্তি ইমেজের ভোট ব্যাংক ফ্যাক্টর হবে।
নির্বাচন সামরন রেখে নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগযোগ মাধ্যমকে ব্যবহার করে এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের জানান দিচ্ছেন অনেক নেতা। তবে এ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মধ্যে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। দলের প্রতি নিবেদিত ও ত্যাগী নেতারাই এবার মূল্যায়ন পাবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের একাধিক নেতা।
নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন, বিগত নির্বাচনে নৌকা মার্কায় দুই বারের বিজয়ী প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জনাব আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা শফিক মাহমুদ ধাবক, সাধারণ ভোটাদের আলোচনায় এসেছে তরুন প্রার্থী সবেক বাগআঁচড়া ইউনিয়নের সফল চেয়ারম্যান প্রয়াত খোরশেদ আলমের পুত্র সাবেক ছাত্রনেতা সুমন এছাড়াও আরো কয়েকজনের নাম শোনা গেলেও প্রচারে ও এলাকায় জনপ্রিয়তা না থাকাই এলাকাবাসী তাদেরকে চাই না ।
অপরদিকে এবারের স্থানীয় ইউপি নির্বাচনে আঞ্চলিক ও রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ ভূমিকা বজায় রাখলে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদে সঠিক ও স্বচ্ছ জনপ্রতিনিধি ঠাঁই পেতে পারেন বলে মনে করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply