ইলিয়াস সরদার আরিয়ান, জেলা প্রতিনিধি,বাগেরহাট
বাগেরহাট জেলার মোরেলগঞ্জে একটি হেফজখানায় শিশুদেরকে বলৎকারের দায়ে সুপারকে চাকুরিচ্যুত করা হয়েছে। গত রবিবার তেলিগাতী গ্রামের এতিম উল্লাহ্ হাফেজিয়া মাদরাসার সুপার মারুফ বিল্লাহকে (৩০) চাকুরিচ্যুত করা হয়।শালিস বৈঠকে এমন রায় দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বর জাহিদ দিহিদার ও মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক মো. আতিয়ার দিহিদার। এ ঘটনার বিচার পেতে বুধবার রাত থেকে থানায় রয়েছেন নির্যাতিত শিশু(১০) ও তার অভিভাবক নানা মো. শওকত আলী খান।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আকতার বলেন, বুধবার রাতে নির্যাতিত শিশু ও তার নানা থানায় হাজির হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি জানিয়েছেন। একই রাতে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিনও ঘটনাটি শিশুর নিকট থেকে সরাসরি শুনেছেন।পরদিন বেলা ১০টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়ে জানার জন্য মাদরাসা সুপার মারুফ বিল্লার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারি কর্মকর্তা এসআই আব্দুল লতিফ বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে মামলা রুজু করা হবে। ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি শুনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
Leave a Reply