তানজিলা ইসলামঃ
শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে অপহরনের এক ঘন্টার মধ্য শিশুটিকে উদ্ধার করল বাসন থানার পুলিশ।
এরই ধারাবাহিকতায় অসংখ্য ধন্যবাদ জানালেন বাসন থানার রোলমডেল অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে।
গাজীপুর মহানগরের বাসন থানার চান্দুপাড়া এলাকা থেকে ১০ দিন বয়সী এক শিশু অপহরণের খবর পেয়ে অভিযানে নামে বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান সহ চৌকশ পুলিশের একটি টিম অক্লান্ত পরিশ্রম ও শ্বাস রুদ্ধ অভিযান চালিয়ে এক ঘন্টার মধ্যেই উদ্ধার করেন শিশু টিকে, বুধবার দুপুরে জিএমপি বাসন থানার চান্দুপাড়া থেকে অভিযুক্ত বিথি আক্তার কে (২৫) গ্রেফতার করা হয় এবং ওই নারীর কাছ থেকে অপহৃত শিশু ইশতিয়াক হাসান সোহান কে উদ্ধার করে পুলিশ, জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, দুপুরে চান্দুপাড়া এলাকায় ১০ দিন বয়সী শিশু ইশতিয়াক হাসান সোহানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিল তার মা ফারজানা চৌধুরী । পাশের বাসার ভাড়াটিয়া বিথী আক্তার ঘুমন্ত শিশু কে অপহরণ করে পালিয়ে যায় । অপহরণের পর একটি সিএনজি চালিত অটোরিক্সায় উঠে এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেস্টা করে । খবর পেয়ে পুলিশ সাথে সাথে তড়িৎ গতিতে উদ্ধার অভিযান চালিয়ে ভোগড়া নাভানা মোড় এলাকা থেকে শিশুকে উদ্ধার করে । এসময় অপহরণকারী নারী বিথী আক্তারকে গ্রেফতার করে । এবং উদ্ধার কৃত শিশুটকে তার মায়ের কাছে হস্তান্তর করেন । শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে জিএমপি বাসন থানাায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
Leave a Reply