সাতক্ষীরার শ্যামনগরের মুনসুর সরদারের গ্যারেজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের আনার গাইনের ছেলে শফিকুল গাইন ও শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলীর ছেলে।
স্থানীয় মিজানুর রহমান জানান, শফিকুল গাইন নামে একজন মুন্সিগঞ্জ থেকে কালিগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। মুন্সিগঞ্জের মনসুর সরদারের গ্যারেজ এলাকায় পৌঁছলে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল গাইনসহ দুইজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় পরবর্তীতে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply