মোঃ রাসেল সরকার//
দৈনিক ভোরের কাগজ চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার প্রীতম দাশ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। পেশাগত দায়িত্ব পালনকালীন সময় সিটি কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর এ হামলা চালায় বলে জানিয়েছেন সাংবাদিক প্রীতম দাশ।
শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে। হামলার পর তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এক্সরে ও সিটিস্ক্যান করানোর পর তার চিকিৎসা চলছে বলে জানা যায়।
জানা যায়, বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষক সংকটসহ অবকাঠামোগত উন্নয়নের দাবিতে সকালে কলেজের সামনে ছাত্র ইউনিয়ন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে একপর্যায়ে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে এই ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় কর্মসূচি দেয় জেলা ছাত্র ইউনিয়ন। সেখানেও দ্বিতীয় দফা হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ভোরের কাগজ চট্টগ্রাম অফিসের প্রতিবেদক প্রীতম দাশ আহত হন।
হামলার শিকার সাংবাদিক প্রীতম দাশ জানান, ছাত্র ইউনিয়নের একটি সমাবেশ চলাকালীন আমি দূর থেকে দাঁড়িয়ে হামলার ছবি তুলছিলাম। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা একজন প্রতিবন্ধীর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে আমার ওপরও তারা হামলা করে। তারা আমাকে বুকে, মাথায়, হাঁটু, পেটে ও পিঠে লাঠিসোটা দিয়ে আঘাত করে। এ হামলায় সিটি কলেজ ছাত্রলীগের ৪০-৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়। এ ঘটনায় চট্টগ্রামের সকল সাংবাদিকদের পক্ষ হতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply