সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়ায় শাফলা খাতুন (২২) নামের এক নারীর লাশ
উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়ালী গ্রামের শাহিনের স্ত্রী।
(২৮নভেম্বর) সোমবার সকালে এঘটনায় পুলিশ ওই নারীর স্বামী শাহিন কে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকাবাসী ও নিহতের বোন রাশিদা জানায়-তার
বোন শাফলাকে পিটিয়ে হত্যা করে ঘরের জানালায় ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে
রাখে। পরে শাফলার স্বামী শাহিন আতœহত্যা বলে প্রচার দেয়। নিহত শাফলার মা
ও বাবা কেউ বেচে নেই। তাদের তিন বছর পূর্বে প্রেম করে তার বিয়ে করে।
এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply