তালা প্রতিনিধি;
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার পর্যন্ত তালা সদর, খলিলনগর, জালালপুর, মাগুরা, খেশরা, তেঁতুলিয়া, খলিষখালী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের করোনায় কর্মহীন হয়ে পড়া চায়ের দোকানদার ও সেলুনের প্রান্তিক শ্রমিকদের প্রধানমন্ত্রীর এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আওতায় তাদের চাল,ডাল,আলু, তেল ও লবণ প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন- তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম, তালা থানার উপপরির্শক (এসআই) পীযুষ,আইডিয়াল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি. সভাপতি ইন্দ্রজিৎ দাশ বাপী অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মো. মনিরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় কর্মহীন শ্রমিকদের ঘরে খাদ্য পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি ভাবে বরাদ্দকৃত শিশুখাদ্য, গো-খাদ্য, নগদ টাকা ও ৩৩৩ কলের অসহায়, দরিদ্রদের মাঝে প্রায় ৬০ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।
Leave a Reply