সাতক্ষীরা গাবুরা থেকেঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ২৩ জুলাই শনিবার দিবাগত গভীর রাতে ৯ নং সোরা গ্রামের কিয়ার রাস্তা সংলগ্ন স্থানে তাজকিরা (২৮) স্বামী ইসমাইল হোসেন নামের এক গৃহবধু নির্মমভাবে খুন হয়েছে। নিহত গৃহবধুর ২টি শিশু সন্তান রয়েছে। পরিবার জানায় এসময় স্বামী ইসমাইল বাড়িতে ছিলনা। তাঁর লাশটি ঘরের পাশে পড়ে থাকতে দেখেন প্রতিবেশিরা । কেন খুন হয়েছে, কেবা কারা খুন করেছ এখনও জানা যায়নি। শ্যামনগর থানার পুলিশ অফিসার জানান কি কারনে খুন হয়েছে, তা এখনো জানা যায় নি বিভিন্ন মোটিভের উপর তদন্ত চলছে। তবে এলাকা সুত্রে একাধিক এলাকাবাসি সাংবাদিকদের জানান , মহিলার স্বামী বাড়িতে না থাকায় তিনি ধর্ষণের শিকার হয়ে নির্মম ভাবে খুন হয়।
Leave a Reply