নিজস্ব প্রতিনিধি-সাতক্ষীরা: প্রবল বৃষ্টি উপেক্ষা করে তালা ও কলারোয়া উপজেলার ২১ টি ইউনিয়নের প্রথম ধাপের স্থগিত ভোট সম্পন্ন হয়েছে। যার মধ্যে ২টি ইউনিয়নের ভোট স্থগিত করে প্রশাসন।
সোমবার সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। বৃষ্টির মধ্যে মানুষ উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করে।
তালা কলারোয়ার ইউপি নির্বাচনের সর্বশেষ ফলাফলে মোট নৌকা-১০, আওয়ামীলীগের বিদ্রোহী-৭টি ,বিএনপি-৩টি,জামায়াত প্রার্থী একজন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরার তালা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ০৭টি নৌকা, স্বতন্ত্র প্রার্থী ০৩টি ইউনিয়নে জয়লাভ করেছে।
যার মধ্যে ধানদিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (টেবিল ফ্যান), নগরঘাটায় কামরুজ্জামান লিপু (নৌকা), তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন (নৌকা), ইসলামকাটিতে জামায়াত সমর্থিত অধ্যাপক গোলাম ফারুক (চশমা), মাগুরা ইউনিয়নে গনেষ চন্দ্র দেবনাথ (নৌকা), খলিষখালীতে সাংবাদিক মোজাফার রহমান (নৌকা), জালালপুর স্বতন্ত্র বিএনপি সমর্থিত এম মফিদুল হক লিটু, খেশরায় বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জান লালটু (নৌকা), খলিলনগর প্রভাষক প্রণব ঘোষ বাবলু (নৌকা) প্রতীক জয়লাভ করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সরুলিয়া ইউনিয়নে আব্দুল হাই (মোটরসাইকেল) প্রতীক এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি নৌকা ও বাকি ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
জয়ীরা হলেন ১নং জয়নগর ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) বিশাখা তপন সাহা (অটো রিকসা), ২নং জালালাবাদ ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) মাহাফুজুর রহমান নিশান (আনারস প্রতীক), ৩নং কয়লা ইউনিয়নে স্বতন্ত্র শেখ সোহেল রানার (মোটর সাইকেল), ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (নৌকা), ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে স্বতন্ত্র মারুফ হোসেন (মোটরসাইকেল), ৬নং সোনাবাড়িয়ায় বেনজির হোসেন (নৌকা), ৭নং চন্দনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ডালিম হোসেন (আনারস), ৯নং হেলাতলা ইউনিয়নে স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন (মোটর সাইকেল), ১১নং দেয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে (নৌকা), ১২নং যুগিখালী ইউনিয়নে রবিউল হাসান (নৌকা), কেঁড়াগাছি ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী ( স্বতন্ত্র) আফজাল হোসেন হাবিল ৮টি কেন্দ্রে এগিয়ে, ১টি কেন্দ্র স্থগিত ।
তবে কলারোয়ার আরো ২টি ইউনিয়নে জাল ভোটের অভিযোগে ভোটগ্রহন বন্ধ হয়।
Leave a Reply