কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরা কলারোয়ার সীমান্তবর্তী সোনাবাড়ীয়া গ্রামের মাদ্ররা থেকে পল্লীবিদ্যুৎ এর চলমান লাইনের ১১কেভি লাইনের খুটি থেকে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুৎআয়িত হয়ে ২ চোর মারাত্মক আহত হয়ে মাটিতে পড়ে, পরে স্থানীয় দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে খবর দিলে কর্মকর্তারা এসে তাদের অভিভাবকের দাযিত্বে হাসপাতালে চিকিৎসা করার কথা বলে এ সময় সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদে থানা পুলিশ চেয়ারম্যানসহ স্থানীয় উপস্থিত ছিলেন ।এ সময় ঘটনার সাথে জড়িত থাকা এক চোর পালিয়ে যায়।সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মোঃ বিদ্যুৎ মল্লিক সাংবাদিকদের জানান, ১১ সেপ্টেম্বর আনুমানিক ভোর ৪টায় কলারোয়া জোনাল অফিসের আওতায় রাজাপুর অভিযোগ কেন্দ্রের মাদরা গ্রামের মাঠ থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরি করতে খুটিতে ওঠে উপজেলার মাদরা গ্রামের আক্কাস আলী সরদারের পুত্র শাহিনুর রহমান(২০)একই গ্রামের খায়রুল ইসালামের পুত্র জসীম হোসেন(২২)ও আজান আলীর পুত্র মাসুদ রানা।খুটিতে উঠে বিদ্যুৎআয়িত হয়ে নিচে পড়েন, জসিম ও শাহিনুর।মাসুদ রানা পালিয়ে যায়।বর্তমানে ২ চোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ।এ বিষয়ে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির ও ইন্সপ্যাক্টর (তদন্ত)জিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply