সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
প্রাইভেটকারে ‘পুলিশ’ স্টিকার লাগিয়ে পাচারকালে তিন হাজার ৪শ চল্লিশ পিস ইয়াবাসহ তিন ভূয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রোববার সকালে শহরের তালতলা বাজার এলাকায় র্যাব-৬ এর সাতক্ষীরার সদস্যরা তাদেরকে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরার মধ্যকাটিয়ার মাহফুজ আরিফ অপু, বাটকেখালির রায়হান বিপ্লব, গড়েরকান্দার আনিস গাজি। তাদের কাছ থেকে তিন হাজার চারশত তিরিশ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ‘পুলিশ’ স্টিকার লাগানো প্রাইভেট কারটির পিছু নেয়। আজ সকালে প্রাইভেটকারটি খুলনা অভিমুখে যাওয়ার সময় সাতক্ষীরা শহরের তালতলা এলাকার সুন্দরবন টেক্সটাইল মিলসের কাছে দাঁড় করানো হয়। পরে তল্লাশি করে ওই ইয়াবা জব্দ করা হয়। তিনি জানান আটক হয়েও তারা প্রথমে নিজেদের পুলিশের লোক পরিচয় দিচ্ছিল। চ্যালেঞ্জ করা হলে তারা স্বীকার করে যে তারা পুলিশ নয়। চোখ ফাঁকি দেওয়ার জন্য গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগানো হতো। তিনি জানান তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।——
Leave a Reply