বাংলাদেশের সমাজতান্ত্রিক দল( মার্কসবাদী)র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বামপন্থী আন্দোলনের বিরল ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৬ জুলাই ‘২০২১খ্রিঃ রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তিনি তার দেহ দান করে গেছেন। আজীবন বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো’র সদস্য ও তালা কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড ফাহিমুল হক কিসলু, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য, কমরেড ময়নুল হাসান, কমরেড আবেদুর রহমান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুর রউফ মাষ্টার,কমরেড জলিল মোড়ল, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিবপদ গাইন প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply