সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা পুলিশ সুপার এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), তত্ত্বাবধানে জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নের্তৃত্বে এসআই / মোঃ মুনিরুল ইসলাম, এএস আই/ ফজলুল করিম, কং/ আল মামন, কং/ মোহাম্মদ আলী কর্তৃক ইং ২৭.০৮.২০২১ তারিখ ১৯.৩০ ঘটিকায় মাদক ব্যবসায়ী ১/ মোঃ আবু হোসেন (৩৯), পিতা- মৃত. জালাল উদ্দীন সরদার , সাং-পুরাতন সাতক্ষীরা(পুলিন পাড়া), থানা ও জেলা- সাতক্ষীরাকে সাতক্ষীরা থানাধীন এল্লারচর সাকিনস্থ মরিচ্চপ নদীর উপর নির্মিত ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে ১০০(একশত)পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি মোতাবেক পুরাতন সাতক্ষীরা(পুলিন পাড়া) আসামির নিজ বসত বাড়ী হইতে ইং ২৭/৮/২০২১ তারিখ ২০.০৫ ঘটিকায় আসামীর বসত ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়্যার এর মধ্য হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ৩০০(তিন শত) পিস ইয়াবা ট্যাবলেট, সর্বোমোট (১০০+৩০০)=৪০০(চার শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে সাতক্ষীরা থানার মামলা নং-৮৬, তারিখ-২৮/০৮/২০২১ খ্রিঃ রুজু করতঃ আসামী কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply