সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মামলা নং-১১, তারিখ-২৪.০৯.২০২১ খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) এর ভিকটিম পূর্ণিমা দাস, পিতা-শান্তি দাস, সাং-টিকেট, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা এর মৃতদেহ গত ইং ২৪.০৯.২০২১ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় থানাধীন টিকেট গ্রামস্থ জনৈক তারক বাবুর পুরাতন পরিত্যক্ত বাড়িতে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক মাননীয় পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব সজীব খান মহোদয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার নের্তৃত্বে ডিবির একটি চৌকোস টিম উক্ত মামলার মূল রহস্য উদঘাটন এবং এজাহারনামীয় একমাত্র আসামি পার্থ মণ্ডল (২১), পিতা-শিবু মন্ডল @ভোলা, সাং-টিকেট, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা কে গ্রেফতারের লক্ষ্যে জেলাব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় নিরলস প্রচেষ্টার ফল স্বরূপ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকোস টিম ইং ২৫.০৯.২০২১ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় সাতক্ষীরা থানাধীন বৈকারী সীমান্ত থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এজাহারনামীয় আসামি পার্থ মণ্ডল কে গ্রেফতার করতে সক্ষম হন। উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত তার (ক্যাবল) এবং আসামী ব্যবহৃত সাইকেল উদ্ধার করা হয়েছে।
Leave a Reply