সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ ০২(দুই) জন আটক।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), তত্ত্বাবধানে ইং ১৫.১২.২০২১ তারিখ রাত্রি ১৯.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার সাধারণ ডায়েরি নং -১৩০ মূলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র )জনাব মোঃ তরিকুল ইসলাম সঙ্গীয় এসআই/ মোস্তফা আলম, এএসআই/মাজেদুল ইসলাম, কং/ আল মামুন, কং/ হাফিজুর রহমান কর্তৃক আসামি ১/ মোঃ শাহজাহান সিরাজ @সাজু,পিতা- মহাসিন ঢালী, গ্রাম-হাওয়ালখালি (মাঠপাড়া), ২/ আবু মুছা বিশ্বাস , পিতা- মাবুদ বিশ্বাস, গ্রাম-হাওয়ালখালী ( উত্তরপাড়া) সর্ব থানা ও জেলা সাতক্ষীরাদ্বয়কে সাতক্ষীরা থানাধীন আগরদাঁড়ি ইউনিয়নের নেহা গ্রামস্থ মাধবকাটি টু আগরদাঁড়ি পাকা রাস্তার উপর থেকে দুই কেজি গাঁজাসহ আটক করেন। এই সংক্রান্তে সাতক্ষীরা থানার মামলা নং- ৪২, রুজু করা হয়েছে।
Leave a Reply