সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), তত্ত্বাবধানে জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার নের্তৃত্বে এসআই/তন্ময় কুমার দেবনাথ, এসআই/জিয়াউর রহমান, কং/৯০৭ আল মামুন, কং/১০২২ বাবুল আক্তার কর্তৃক ইং ২৯.০৬.২০২১তারিখ ১৮.৪৫ ঘটিকায় মাদক ব্যবসায়ী ১। আব্দুল আলিম ডালিম (৩০). পিং-মৃত ছালেক সরদার, ২। মোঃ সজীব হোসেন (২০),পিং-সিদ্দিক সরদার,উভয়ের সাং-খাসখামার,
থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে সাতক্ষীরা থানাধীন বাদামতলা বাজারস্হ ভোমরা টু সাতক্ষীরা গাংনিয়া ব্রীজের এর উপর থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। অদ্য ৩০.০৬.২০২১ তারিখ সকাল ০৯.৩৫ ঘটিকায় আসামীদ্বয়কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply