তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় করোনা উপসর্গ নিয়ে একইদিন ২ নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একই গ্রামে মারা যায় তিনজন।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের হাতেম আলী সরদারের পুত্র সাজ্জাদ সরদার (৪৫), দবির মোড়লের স্ত্রী করিমন বিবি (৬৫), কদম আলী গাজীর পুত্র মো. ইসলাম গাজী (৫০) এবং মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রামের মো. শওকত হোসেনের স্ত্রী মাহমুদা খাতুন (৪৫)।
রবিবার (৪ জুলাই) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সকলেই বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। রবিবার করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতেই তারা মারা যান। লোক জানাজানির ভয়ে তাদের কারোরই করোনা পরীক্ষা কিংবা হাসপাতালে নেওয়া হয়নি।
হরিহরনগর গ্রামের ইউপি সদস্য মো. শামছুর রহমান এবং মাগুরা-চাঁদকাটী এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, করোনা উপসর্গ নিয়ে তারা মারা যেতে পারে। কিন্তু তারা র্যাপিড এন্টিজেন টেস্ট না করানোর কারণে আমাদের কাছে কোন তথ্য নেই।
তিনি আরও বলেন, এ পর্যন্ত তালা উপজেলায় সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ১৩৮০ জনের। এরমধ্যে মোট করোনা পজিটিভ ৫৭১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।
Leave a Reply