সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজিব খাঁন স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর সার্বিক তত্বাবধানে থানা এলাকায় ষাড়াশি অভিযান পরিচালনা করিয়া ইং-২১/০৮/২০২১ তারিখ থানার একটি চৌকশ টিম থানার বিভিন্ন এলাকা হতে ১। শহিদুল, পিতা-মহব্বত, সাং-নুনগোলা ২। মহিদুল, পিতা-ছদর উদ্দিন, সাং-রামচন্দ্রপুর, ৩। ইব্রাহীম, পিতা-সাজ্জাদ, সাং-ধুলিহর, ৪।আশরাফুল ,পিতা-নাজমুল, সাং-রসুলপুর, ৫। বিল্লাল, পিতা-নূর উদ্দিন, সাং-নলকুড়া, ৬। শামীম সানা, পিতা-মৃত ইসহাক, সাং-ধুলিহর, ৭। হবিবার, পিতা-সুজা, সাং-ইদ্রিরা, ৮। জামসেদ, পিতা-আবু বক্কার, সাং-ইদ্রিরা, ৮। সাগর, পিতা-শফিকুল, সাং-আবাদের হাট, ৯। মনিরুল, পিতা-মৃত আনছার, সাং-ভোমরা, ১০। দিপু, পিতা-মোস্তফা, সাং-ইটাগাছা, ১১। রবিউল, পিতা-আমিনুর, সাং-ইটাগাছা, ১২। বিল্লাল, পিতা-ছলেমান, সাং-কুকরালি ১৩। আসাদুল, পিতা-নুরুল শেখ, সাং-সুলতানপুর, ১৪। রিপন, পিতা-জাহিদুল, সাং-পুরাতন সাতক্ষীরা, ১৫। রবিউল ইসলাম, পিতা-গোলাম রহমান, সাং-ধুলিহর, ১৬। হামজার আলী, পিতা- মৃত হযরত, সাং-কালেডাঙ্গা, সর্ব থানা ও জেলা-সাতক্ষীরাদের গ্রেফতার করেন। এ সময় আসামীদের নিকট হতে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply