ভোমরা থেকে আলমঃ
ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন এবং ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন-এর সাথে ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর নতুন কমিটি’র মধ্যে উভয় দেশের বৈদেশিক বানিজ্য উন্নয়নের স্বার্থে জিরো পয়েন্ট এরিয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট (ই) কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর নবাগত কমিটি’র সভাপতি জনাব অচিন্ত্য কুমার ঘোষ (ভোলা), সহ-সভাপতি জনাব চিন্ময় সরকার (টপ্পা), সম্পাদক জনাব সঞ্জিব মন্ডল (ভুট্টো), সহ-সম্পাদক জনাব নাসিরউদ্দিন মন্ডল, কোষাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর কবির, সহ-কোষাধ্যক্ষ জনাব আরসাদুল মন্ডল (চঞ্চল), কার্যনির্বাহী কমিটি’র সদস্য জনাব মোঃ মহিউদ্দীন পাপ্পু (এ্যাডভোকেট), জনাব রাসেল কবীর (মুন্না) ও জনাব বাপী বিশ্বাসকে প্রানঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা করেণ ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এইচ এম আরাফাত; সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম); সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব দিপংকর ঘোষ; কাস্টমস্ বিষয়ক সম্পাদক জনাব জিএম আমির হামজা; অর্থ সম্পাদক জনাব এ এস এম মাকছুদ খান এবং ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি জনাব পরিতোষ কুমার ঘোষ, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply