সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনস্থ ভোমরা বিওপির দ্বায়িত্বাধীন ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটে বিজিবি পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর স্বমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারী বুধবার দুপুরে বিজিবি কর্তৃপক্ষ জানতে পারে ভোমরাস্থ জাহাঙ্গীর মার্কেটে কতিপয় অসাধু ব্যাবসায়ী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, এ্যালুমিনিয়াম এবং জিরা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ পন্য বিক্রয় বন্ধের লক্ষ্যে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের সাথে ৩ জন, বিজিবি পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা সাথে ১৫ জন বিজিবি সদস্য এবং পুলিশ সদস্য ২ জন উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর মার্কেটের মায়েরদোয়া ভ্যারাইটিজ স্টোর এবং সীমান্ত এ্যালুমিনিয়াম এন্ড ভ্যারাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, এ্যালুমিনিয়াম এবং জিরা উদ্ধার করে। যার আনুমানিক সিজারমূল্য ১৯,০০,০০০ টাকা। এসময় দোকান মালিকগন উক্ত মালামালের বৈধ নথিপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক গোলাম নবী বিশ্বাসকে ১০,০০০ এবং সীমান্ত এ্যালুমিনিয়াম এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক আবু বকর সিদ্দিককে ২,০০০ টাকা সর্বমোট ১২,০০০ টাকা জরিমানা করেন।
Leave a Reply