সোহাগ বিশেষ প্রতিনিধি ::
সাতক্ষীরা সদরে লাবসা ইউনিয়নের দেবনগর দক্ষিণ পাড়া কালর্ভাট মরণ ফাঁদে রূপ নিয়েছে এ যেন দেখার কেউ নেই । মাত্র ১২ ফিট জরাজীর্ণ এই কালভার্টের মাঝখানে সৃষ্টি হয়েছে বড় গর্ত। অনেক আগেই ভেঙে গেছে কালভার্টের দুই দিকের রেলিং। দুই-তিন ইঞ্চি দেবে গেছে মাঝখানের স্ল্যাব। সবমিলিযে যেকোন সময় এটি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, ১৯৯৫ সালে নির্মিত এই কালভার্টেটি সদর উপজেলার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। গত তিন তিন দিনে বৃষ্টিতে কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগসহ মোটামুটিভাবে সবাই দুরাবস্থার কথা অবগত থাকলেও নতুন কালভার্ট হয়ে উঠে না।
সরেজমিন গিয়ে দেখা যায়, দেবনগর উড়া বিলের খালের ছোট্ট কালভার্টটির দুদিকের একটি রেলিং বছরখানেক আগেই ভেঙে পড়েছে। মাঝখানের টপস্ল্যাবটি পাঁচ-ছয় ইঞ্চি দেবে গেছে। মাঝখানে তৈরি হওয়া বড় গর্তের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দেবনগরসএলাকার বাসিন্দা জাফর আলী বলেন, যেকোন সময় ঝুঁকিপূর্ণ কালভার্টটি ধসে পড়তে পারে। তাই এলাকাবাসী কালর্ভাট টি সহ রাস্তাটির সংস্কারের জন্য উর্দ্ধতন কর্মকর্তার কাছে আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী সহ সচেতন মহল।
Leave a Reply