আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। গত ১৬ জুন তিনি অসুস্থবোধ করলে ১৭ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয় এবং ১৮ জুন প্রাপ্ত ফলাফলে সে করোনা পজিটিভ শনাক্ত হয়।
বর্তমানে সে সুস্থ আছে এবং ডাঃ মানস কুমারের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় সহকারী কমিশন ভূমি মোঃ আসাদুজ্জামান।
করোনা সংকট শুরু থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সাধারণ মানুষের পাশে ছিলেন। অস্বচ্ছল, হতদরিদ্রের মাঝে সরকারি ত্রাণ বিতরণসহ আক্রান্তদের পাশে থেকে সহায়তা প্রদান করেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন সাতক্ষীরা বাসি।
পাশাপাশি করোনা প্রতিরোধে তার কঠোরতাও ছিল নজর কাড়ার মত। বিশেষ করে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও মাক্স পরা, সরকারি নিয়মে বাইরে দোকানপাট খোলা রাখা বন্ধ করতে দিনরাত পরিশ্রম করে সাধারণ মানুষের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছে।
খোদা তাহলা বন্ধুবর আসাদুজ্জামানকে পুর্ন সুস্থতা দান করুন!!
Leave a Reply